ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪

দুইটি হলুদ কার্ড পেয়ে শেষ আটে নিষিদ্ধ “ভিনিসিয়ুস জুনিয়র”

অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

কোয়ার্টার ফাইনালে যে কেবল উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষকেই পেয়েছে ব্রাজিল তা নয়। কোচ দরিভাল জুনিয়রের অন্য দুঃশ্চিন্তাও আছে। হলুদ কার্ড নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞাটি পেতে হলো রিয়াল মাদ্রিদ তারকাকে।

ঘুম পাড়ানো ফুটবল খেলে নিজেদের সমর্থকদের হতাশ করল ব্রাজিল। কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে সেলেকাওরা। আর এতে গ্রুপে রানার্সআপ হয়ে শেষ আটে শক্তিশালী উরুগুয়ের সামনে পড়েছে দরিভাল জুনিয়রের দল।

কোপা আমেরিকার গ্রুপ পর্ব জুড়ে ব্রাজিলকে ঠিক ব্রাজিল সুলভ মনে হয়নি। নিজেদের চিরচেনা ছন্দের ফুটবল উপহার দিতে পারেনি সেলেকাওরা। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে কেবল একটিই জিতেছেন ভিনসিয়ুস-রাফিনহারা। দুটি ম্যাচ হয়েছে ড্র।

কোয়ার্টার ফাইনালে যে কেবল উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষকেই পেয়েছে ব্রাজিল তা নয়। কোচ দরিভাল জুনিয়রের অন্য দুঃশ্চিন্তাও আছে। হলুদ কার্ড নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞাটি পেতে হলো রিয়াল মাদ্রিদ তারকাকে।

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে দুটি হলুদ কার্ড দেখলে শেষ আটে খেলতে পারবেন না একজন খেলোয়াড়, এমন নিয়ম নিয়েই শুরু হয় টুর্নামেন্ট। সেই গ্যাঁড়াকলেই ফেঁসে গেছেন ভিনিসিয়ুস। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখার আগে গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

উরুগুয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল কোচ দরিভালকে এখন ভরসা করতে হবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ওপর। আরেকদিকে ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখা ভিনিসিয়ুসের কাজটা কঠিন হয়ে যাবে যদি ব্রাজিল এবার কোপা আমেরিকা না জেতে। ১৭ বছর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ব্যালন জেতার সম্ভাবনা জেগেছে তার সামনে। নিজের দোষে সুযোগটি হেলায় না হারান এই রিয়াল মাদ্রিদ তারকা!