ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪

ফিলিপাইনে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৫

অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফিলিপাইনে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। নিহতদের মধ্যে একটি চার বছরের শিশুও আছে। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শনিবার বিকালে জামবোয়াঙ্গা শহরে এই বিস্ফোরণে ঘটে। এতে বড় গর্ত তৈরি হয়েছে। আশপাশে বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মকর্তা লুইজি চ্যান বলেন, আগুনের ফুলকি থেকে পার্শ্ববর্তী বাড়িতে আগুন ধরে যায়।

চ্যান জানান, সেখানে এমন ভয়াবহ বিস্ফোরণে চার গুদাম কর্মী এবং একজন কর্মচারীর চার বছরের এক ছেলে প্রাণ হারিয়েছে। নগরীর দুর্যোগ অফিস নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, এই ঘটনায় আরো ৩৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

বিস্ফোরণে সেখানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।