ঢাকাশুক্রবার , ২৮ জুন ২০২৪

কোকা-কোলার বিজ্ঞাপন আমার পেশাগত জীবনের অংশ, সবসময় মানবাধিকার বিরোধী আগ্রাসনের বিপক্ষে: জীবন

Sommukh Jyoti
জুন ২৮, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা।

এ বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের দুই জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেতারা। অনেকে কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদেরও বয়কটের ডাক দিয়েছেন।

এ পরিস্থিতিতে কোকা-কোলা বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুললেন শরাফ আহমেদ জীবন। সোমবার (১০ জুন) ফেসবুকে দেওয়া পোস্টে এই নির্মাতা-অভিনেতা দাবি করেছেন, তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি।

ওই ফেসবুক পোস্টে জীবন লিখেছেন: ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত।

‘সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।’

তিনি আরও লিখেছেন, ‘বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।’

ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যাকে সমর্থন করার অভিযোগে নেটিজেনরা তার সমালোচনা করেছেন।

অভিনেতা তার পোস্টে ফিলিস্তিনের নাম উল্লেখ না করে দাবি করেন যে তিনি ইসরায়েলের পক্ষ নেননি বা ইসরায়েলের সমর্থকও নন।

তিনি বলেন, ‘এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

কোকা-কোলা বাংলাদেশ বিজ্ঞাপনে বলে যে, কোকা-কোলা কোনো ইসরায়েলি পণ্য নয়, বাংলাদেশসহ ১৯০টি দেশের মানুষ ১৩৮ বছর ধরে এ কোমলপানীয় উপভোগ করছে।